রবিবার ফাইনালই শেষ ম্যাচ। আগেই জানিয়ে দিয়েছেন লিওনেল মেসি। কিন্তু বিশ্বকাপের পরই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর! তা নিয়ে মুখ খোলেননি মেসি। বিশ্বকাপ ফাইনালের আগে মেসির অবসর নিয়ে মুখ খুললেন বার্সেলোনার সতীর্থ রোনাল্ডিনহো. তিনি জানান, ৫০ বছর বয়স পর্যন্ত খেলা চালিয়ে যেতে পারেন মেসি।
রোনাল্ডিনহো এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "মেসির শেষ বিশ্বকাপ। এই বিশ্বকাপ জেতার জন্য সব কিছু করতে পারে। কিন্তু আমার মনে হয় মেসি ৫০ বছর বয়স পর্যন্ত খেলতে পারে। ওর মধ্যে এমন কিছু প্রতিভা আছে, যা কারও মধ্যে নেই।"
বার্সেলোনায় যখন অভিষেক করেছিলেন মেসি, তখন সেই টিমের তারকা ফুটবলার রোনাল্ডিনহো। মেসির প্রথম গোল আসে রোনাল্ডিনহোর পাস থেকেই। এবার সেমিফাইনালে মেসিদের খেলা দেখতে ফিফার বিশেষ অতিথি হয়ে ছিলেন রোনাল্ডিনহো।
তবে মেসির পাশপাশি এমবাপের খেলারও প্রশংসা করেন তিনি। রোনাল্ডিনহো জানান, এমবাপের খেলা দেখতে ভাল লাগে তাঁর। এখন অনেক তরুণ। ভাল ফুটবলার হওয়ার সব গুণ আছে তাঁর। গতি, পায়ের কাজ, সবই আছে। গোল চেনে। এমন ফুটবলার সবাই পছন্দ করে।