পুজোর কলকাতায় বিশেষ অতিথি। সোমবার শহরে আসছেন বিশ্বজয়ী ব্রাজিলের প্রাক্তন তারকা রোনাল্ডিনহো। আর এই সফরে তিনি দেখা করতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। বিশেষ স্মারক হিসাবে মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেবেন ব্রাজিলের জার্সি।
নিজের সোশাল মিডিয়ায় এই সাক্ষাতের বিষয়ে স্পষ্ট করেছেন ক্রীড়া উদ্যোগী শতদ্রু দত্ত। তিনি জানিয়েছেন, কলকাতায় বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন রোনাল্ডিনহো। মুখ্যমন্ত্রীর জন্য উপহার হিসাবে আনছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি। তিনি সেই উপহার তুলে দেবেন মুখ্যমন্ত্রীর হাতে।
পুজোর কলকাতাতেও ঘুরবেন সেলেকাওয়ের এই প্রাক্তন তারকা। যাওয়ার কথা শ্রীভূমি-সহ একাধিক পুজোর মণ্ডপে। ডায়মন্ডহারবার এফসির মাঠে একটি প্রীতি ম্যাচে অংশ নেওয়ার কথা তাঁর। কলকাতায় পা রেখে একাধিক চ্যারিটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এই অনুষ্ঠানে গিয়ে ফুটবলের প্রচার করবেন। এরপর যাবেন তাঁর ফুটবল অ্যাকাডেমিতেও।