সৌদির ক্লাব আল নাসারে (Al Nassr) যোগ দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। বছর শেষে অনুরাগীদের জন্য সুখবর দিয়েছেন। জানুয়ারিতেই লিওনেল মেসির বিরুদ্ধে দেখা যেতে পারে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে।
জানা গিয়েছে, ১৯ জানুয়ারি সৌদি আরব যাচ্ছে পিএসজি। আল নাসার ও আল হিলালের যৌথ টিম পিএসজির বিরুদ্ধে খেলবে। সেই টিমে থাকবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এদিকে লিওনেল মেসি, নেইমার, কিলিয়ান এমবাপে পিএসজি টিমের হয়ে মাঠে নামতে পারেন।
আরও পড়ুন: মেসিদের হারের পরেই সৌদি আরবের ক্লাবে রোনাল্ডো, কী বললেন সিআর৭?
দীর্ঘদিনের অপেক্ষার পর শুক্রবার আল নাসের ক্লাবে যোগ দিয়েছেন রোনাল্ডো। সোশ্যাল মিডিয়ায় সেই ছবিও শেয়ার করেছেন। কেরিয়ারে প্রথম এশিয়ার ক্লাবে খেলতে দেখা যাবে সি আর সেভেনকে।