রিয়াধের সেশন কাপ ফাইনালে আল হিলালের বিরুদ্ধে ২-০ গোলে হারতে হয়েছে আল নাসেরকে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সুযোগ পেয়েও গোল করতে পারেননি। তিনবার অফসাইডের ফাঁদেও পড়েন তিনি। একবার হলুদ কার্ড দেখেন। এই ম্যাচে হারের পরই সমর্থকদের কোপে পড়েন রোনাল্ডো। মাঠে রোনাল্ডোকে দেখে 'মেসি মেসি' স্লোগান দেন সমর্থকরা। যা দেখে মেজাজ হারান রোনাল্ডো। ওই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
প্রথমার্ধেই দুটি গোল খেয়ে পিছিয়ে পড়ে আল নাসের। আল হিলালের হয়ে গোল করেন সার্গেজ মিলিনকোভিচ ও সালেম আলদাসারি। ম্যাচের পর সমর্থকরা 'মেসি মেসি' বলে চিৎকার করেন গ্যালারিতে। ভিডিয়োতে দেখা যায়, রোনাল্ডোকে উত্তেজিত হয়ে কিছু বলতে। আরও একটি ভিডিয়োতে দেখা যায়, মাঠ থেকে বেরোনোর সময় রোনাল্ডোর পায়ের সামনে আল হিলাল টিমের স্কার্ফ উড়ে আসে। রোনাল্ডো তা তুলে ফেলে দেন।
এর আগে প্রদর্শনী ম্যাচে মেসির ক্লাব ইন্টার মায়ামিকে ৬-০ গোলে হারিয়েছে আল নাসের। ওই ম্যাচে চোটের জন্য বাইরে ছিলেন রোনাল্ডো। ছিলেন না লিওনেল মেসিও।