কী আমেরিকা কেমন আছ ? আরে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো না, এখানে কী করছেন ? সোমবার সন্ধ্য়ায় হঠাৎ করেই টাইমস স্কোয়ারে ভেসে উঠলেন সিআর সেভেন। আর তাঁকে দেখে থমকে গেলেন পথচলতিরা। না স্বশরীরে নয়। টাইমস স্কোয়ারের একাধিক বিলবোর্ডে ভেসে উঠলেন পর্তুগালের মহাতারকা। আসলে এক বাণিজ্যিক সংস্থার সৌজন্য়েই রোনাল্ডোর নিউইয়র্কের বিজ্ঞাপনের বাজারে ভেসে ওঠা।
কাতার বিশ্বকাপে বেশ কঠিন গ্রুপেই আছে পর্তুগাল। তাদের প্রথম ম্য়াচ আফ্রিকার সুপার পাওয়ার ঘানার বিরুদ্ধে। সেই ম্য়াচ শুরুর আগে টাইমস স্কোয়ারে খুলে দেওয়া হল রোনাল্ডোর একটি মোমের মূর্তিও। যেখানে আমি, আপনি সবাই সিআর সেভেনের সঙ্গে দেদার সেলফি তুলতে পারব। এমনকী সোমবার রাতেই দেখা গেল বেশ কয়েকজন রোনাল্ডোর পাশে দাঁড়িয়ে সেলফি তুলে নিয়ে গেলেন।
আসলে পর্তুগালের পর্যটনের উন্নয়নে এটা ছিল একটা প্রচার। সেখানে মুখ পর্তুগিজ অধিনায়ক। তাই নিজের ফ্য়ানদের বেশি করে বিশ্বকাপ দেখার পাশাপাশি রোনাল্ডো আমন্ত্রণ জানালেন লিসবনে বেড়াতে আসার জন্য।