দলের বড় জয়ের পরেও খুশি নন রোনাল্ডো (Cristiano Ronaldo)! তাঁর শরীরী ভাষাতেই তা পরিষ্কার ছিল। টিম কোয়ার্টার ফাইনালে উঠে গিয়েছে। কিন্তু রোনাল্ডোকে ছাড়াই বড় জয়। কোচ ফার্নান্দো স্যান্টোসের (Fernando Santos) উপর নাকি রোনাল্ডো এতটাই ক্ষুব্ধ, যে বিশ্বকাপের মাঝেই ব্যাগ গুছিয়ে চলে যেতে চেয়েছিলেন। সতীর্থরা বোঝানোর পর অবশেষে শান্ত হন তিনি। তবে এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলেছে পর্তুগাল শিবির (Portugal Football)।
পর্তুগাল ফুটবলের পক্ষ থেকে বৃহস্পতিবার একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, রোনাল্ডো দেশের দায়িত্ববান ও এবার বিশ্বকাপে গুরুত্বপূর্ণ সদস্য। প্রতিবেদনে বলা হয়েছে, কাতার বিশ্বকাপের মাঝপথে চলে আসার ধমকি দিয়েছেন অধিনায়ক রোনাল্ডো। এমন কোনও ঘটনা ঘটেনি। পর্তুগাল ফুটবল রোনাল্ডোর দায়বদ্ধতার প্রতি কৃতজ্ঞ।
আরও পড়ুন: ভিনিসিয়াসের টেবলে বসে বিড়াল, ছুড়ে ফেলে বিতর্কে মিডিয়া ম্য়ানেজার
পর্তুগালের একটি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, প্রি-কোয়ার্টার ফাইনালে তাঁকে দলে না রাখায় মারাত্মক চটে যান সিআর সেভেন। গোটা ম্যাচে ডাগআউটে তাঁর শরীরী ভাষা ছিল আকর্ষণের কেন্দ্রবিন্দু। ৭৩ মিনিটে মাঠে নামার পরেও সেভাবে উচ্ছ্বাস দেখাননি তিনি। খেলা শেষ হওয়ার পরও সোজা ড্রেসিংরুমে ঢুকে যান।
পর্তুগালের ওই সংবাদমাধ্যম জানিয়েছে, ম্যাচের পর কোচ ফার্নান্দো স্য়ান্টোসের সঙ্গে কথা বলেন রোনাল্ডো। সাফ জানিয় দেন, এই সিদ্ধান্ত তিনি খুশি নন। সংবাদমাধ্যমের দাবি, স্যান্টোস ও রোনাল্ডোর উত্তপ্ত কথোপকথন হয়। প্রথম একাদশে তাঁকে না রাখা হলে, ব্যাগ গুছিয়ে চলে যাবেন বলেও হুমকি দেন।