ইউরোপা লিগে প্রথম গোল করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ২-০ গোলে সহজ জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড। টুর্নামেন্টের শুরুটা ভাল হয়নি ম্যানচেস্টার ইউনাইটেডের। রিয়েল সোসিদাদের বিরুদ্ধে হারতে হয়েছিল। কিন্তু শেরিফ টিরাস্পোলের বিরুদ্ধে জিতে ট্র্যাকে ফিরল রেড ডেভিলস।
এদিন ম্যানচেস্টারের হয়ে প্রথম গোল করেন এরিক স্যাঞ্চো। ১৭ মিনিটে দুর্দান্ত ফিনিশ করে গোল করেন তিনি। মাত্র একদিন আগে ইংল্যান্ডের দল ঘোষণা হয়েছে। টিমে সুযোগ পান তিনি। এই ম্যাচে স্কোর করে জাতীয় দলের কোচ গ্যারেথ সাউথগেটকে যেন জবাব দিলেন তিনি। প্রথমার্ধের একদম শেষে পেনাল্টি থেকে গোল করে টিমকে ২-০ গোলে এগিয়ে দেন রোনাল্ডো। ক্লাব কেরিয়ারে এই নিয়ে ৬৯৯ গোল করলেন তিনি।
আরও পড়ুন: আসছেন না ধোনি, ইডেনে আজ লেজেন্ডস লিগের উদ্বোধনে সৌরভ, ইনিংসের মাঝে হবে লেজার শো
গত ৮ ম্যাচ কোনও গোল পাননি রোনাল্ডো। ইউরোপা লিগে এই ম্যাচে গোল করে সেই খরাও কাটল সিআর সেভেনের। প্রিমিয়ার লিগে আগামী ২ অক্টোবর ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে নামবে ম্যান ইউ।