বিশ্বকাপের ইতিহাসে রেকর্ড ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। একমাত্র ফুটবলার যাঁর পাঁচটি ভিন্ন ভিন্ন বিশ্বকাপে গোল করার নজির। বৃহস্পতিবার দোহার 974 স্টেডিয়ামে ঘানার বিরুদ্ধে গোল করে এই নজির তৈরি করলেন সিআর সেভেন। ম্যানচেস্টার ইউনাইটেড তাঁকে সরিয়ে দিয়েছে। আটচল্লিশ ঘণ্টার আগের এই ঘটনা, তাঁর খেলায় পড়বে কীনা, সেটাই সবাই দেখতে এসেছিলেন। কাতারে এসেই তিনি জানিয়েছিলেন ক্লাবের সঙ্গে কাজিয়া, বিশ্বকাপের খেলায় প্রভাব ফেলবে না। ঠিক প্রভাব ফেলল না। রোনাল্ডো রইলেন রোনাল্ডোতেই।
মেসি হেরে গিয়েছেন। জার্মানির পতন হয়েছে। রোনাল্ডো কী করবেন ? বৃহস্পতিবার এই আগ্রহ নিয়েই সবাই তাকিয়ে ছিলেন দোহার দিকে। এই পর্তুগাল দলের তিনি হলেন গডফাদার। বিশেষ করে ব্রুনো-বানার্ডদের পাশে নিজেকে ভীষণ ভাবে মানিয়ে নিয়েছেন সিআর সেভেন। যা প্রতিটি সময় দেখা গেল। কখনও ঘানার ডিফেন্স চিরে ছিটকে বেরিয়ে গেলেন। কখনও আবার তাঁর ফেভারিট স্প্রিংবোর্ড হেড দিলেন।
কিন্তু ম্যাচের আসল সময় এল ৬৪ মিনিটে। নিজেদের বক্সে রোনাল্ডোর সোলো রান থামাতে ফাউল করলেন ঘানার ডিফেন্ডার সালিউ। আর তাতেই পেনাল্টি। গোল করতেই বিশ্বকাপের রেকর্ডে একটাই নাম ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।