মার্কিন ক্রিপ্টো সংস্থা বাইন্যান্সের হয়ে প্রচারের অভিযোগ। মার্কিন আদালতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিরুদ্ধে মামলা দায়ের। সংবাদসংস্থার খবর ফ্লোরিডার জেলা আদালতে সিআর সেভেনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। পর্তুগিজ ফুটবলারের বিরুদ্ধে অনৈতিক ভাবে এই সংস্থাকে প্রচারের অভিযোগ করা হয়েছে।
মার্কিন বাজায় নিয়ন্ত্রক সংস্থার নিয়ম অনুযায়ী, কোনও ক্রিপ্টো সংস্থার হয়ে প্রচার করতে হলে তাঁর আর্থিক সম্পত্তি, চুক্তি থেকে পাওয়া টাকা, এই বিষয়গুলি বিশদে জানাতে হয়। রোনাল্ডোর বিরুদ্ধে আদালতে নালিশ করা হয়েছে, যে তিনি পুরো বিষয়টি জানাননি। বরং তা চেপে গিয়েই ওই সংস্থার হয়ে প্রচার করেছেন।
এদিকে, এই ঘটনার পর রোনাল্ডোর তরফে জানানো হয়েছে, মার্কিন বাজার নিয়ন্ত্রক সংস্থার নিয়ম সম্পর্কে তারা ওয়াকিবহাল ছিলেন না। আর সেই কথাই পরবর্তী শুনানিতে আদালতের কাছে তারা বলতে চলেছে।