চোটের কারণে মাঠ থেকে বাইরে ছিলেন দীর্ঘ তিন মাস । অনেকেই ভেবেছিলেন চলতি মরসুমে তাঁর আর ফেরা হবে না খেলায় । তবে, কামব্যাক হল তাঁর । আর রাজার মতোই ফিরলেন তিনি । মাঠে নামলেন, গোল করলেন আর দলকে ট্রফির আরও কাছাকাছি পৌঁছে দিলেন । রবিবার ওড়িশার বিরুদ্ধে গোল করে মোহনবাগানকে আইএসএল ফাইনালে পৌঁছে দিয়েছেন সাহাল আব্দুল সামাদ । দীর্ঘদিন পর মাঠে ফিরে এমন জয়ের স্বাদ পেয়ে তৃপ্ত সামাদ ।
সাহাল এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, কোচ আন্তোনিয়ো লোপেস হাবাসের পরামর্শ মাথায় রেখে মাঠে নেমেছিলেন তিনি । তারকা ফুটবলারের কথায়,'কোচ বলেছিলেন, বুদ্ধি দিয়ে খেলো। মাঠে খোলা মনে থাকো। কোনও রকম চাপ মাথার মধ্যে নেবে না। আমি সেটাই করেছি।'
যাঁরা সাহালের ভবিষ্যত নিয়ে প্রশ্ন তুলেছিলেন, তাঁদেরও জবাব দিয়েছেন তারকা ফুটবলার । তিনি বলেন,'আমি সবার কাছে প্রমাণ করতে চেয়েছিলাম যে এখানেই আছি। শেষ হয়ে যাইনি। ভবিষ্যতে আরও পরিশ্রম করতে রাজি। এটাই একমাত্র পথ।'