ক্লাসের লাস্ট বয় । বরাবরই অবহেলার পাত্র । পরীক্ষায় তাঁরা লাস্টই হবে, সেটা ধরেই নেওয়া হয় । আলাদা করে তাঁদের ঘিরে কোনও প্রত্যাশা থাকে না । কিন্তু, তাঁরাও যে ফার্স্ট হতে পারে, তাঁরাও যে স্বপ্ন দেখাতে পারেন , সেটা আরও একবার প্রমাণ করে দিল সান মারিনো । ফিফার ক্রমতালিকায় লাস্ট বয় এই ফুটবল টিম । ২০০-র বেশি ম্যাচ খেলে একটিবার মাত্র জিতেছিলেন । প্রায় ২০ বছর পর আবারও জয়ের মুখ দেখলেন সান মারিনো-র সদস্যরা । এই দিনটা দেখার অপেক্ষায় বছরের পর বছর ধরে পরিশ্রম করেছেন টিমের সদস্যরা । অনেকে এটাকে খেলার দুনিয়ায় অঘটন বলবেন । কিন্তু, এক মুহূর্তের জন্যও হাল ছাড়েননি । চেষ্টা করে গিয়েছে, আর তার ফলও মিলেছে ।
উয়েফা নেশন্স লিগে লিচেনস্টাইনকে ১-০ গোলে হারিয়ে দিয়েছে সান মারিনো । যা ফুটবলের দুনিয়ায় ইতিহাস । ৫৩ মিনিটে দলের হয়ে গোল করেন নিকো সেনসোলি । ম্যাচের প্রথমার্ধে দাপট ছিল লিচেনস্টাইনের ৷ ৪৫ মিনিট শেষ হওয়ার আগে তারা একটি গোল করে ৷ কিন্তু সেটি বাতিল করা হয় ৷ দ্বিতীয়ার্ধে সেই কাঙ্খিত গোল আসে সান মারিনোর ঝুলিতে । সমর্থকদের কাছে বহু প্রতীক্ষিত সেই সময় উপস্থিত হয়, যখন গোল করে দু-দশক পর দেশকে জয় এনে দেন সেনসোলি ৷
ফিফা ক্রমতালিকায় বর্তমানে ২১০ নম্বরে রয়েছে সান মারিনো । তার ঠিক আগেই ১৯৯ স্থানে লিচেনস্টাইন । শেষবার সান মারিনো জয় পেয়েছিল ২০০৪ সালের ২৮ এপ্রিল । সেইসময়ও প্রতিপক্ষ ছিল লিচেনস্টাইন । ২০ বছর এবং ১৪০ ম্যাচ পরে প্রথমবার জয় পেলেন তাঁরা । আন্তর্জাতিক মঞ্চে এই নিয়ে দু'বার জয় মারিনোর ।
উল্লেখ্য, সান মারিনো ২০৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। জয় পেয়েছে মাত্র এক বার। ড্র ১১ বার। বাকি ম্যাচগুলিতে হার। ৩৪টি গোল করেছে। ২০২৪-এ আবারও জয়ের মুখ দেখলেন তাঁরা ।