এটিকে মোহনবাগান ছেড়েছিলেন সন্দেশ ঝিঙ্গান (Sandesh Jhingan)। শোনা যাচ্ছিল ইস্টবেঙ্গলে সই করবেন তিনি। তালিকায় ছিল অন্য টিমও। শেষ পর্যন্ত লাল-হলুদে সই করলেন না। আগামী মরশুমে তাঁকে দেখা যাবে বেঙ্গালুরু এফসি (Bengaluru FC) জার্সিতে।
ভারতীয় দলের অন্যতম সেরা ডিফেন্ডার সন্দেশ। এটিকে মোহনবাগান ছাড়ার খবর প্রকাশ্যে আসতেই ময়দানে গুজব ওঠে, এবার সন্দেশ লাল-হলুদ ক্লাবে যোগ দেবেন। নতুন কোচ কনস্ট্যানস্টাইনের পছন্দের প্লেয়ার ছিলেন সন্দেশ। তাই তাঁকে সই করাতে ঝাঁপাবে ক্লাব। কিন্তু সন্দেশকে নিয়ে দড়ি টানাটানির লড়াইয়ে শেষ হাসি হাসল বেঙ্গালুরু এফসি। সুনীল ছেত্রীদের ক্লাবের পক্ষ থেকে তাঁকে সই করানোর কথা জানানো হয়েছে। কত বছরের জন্য সন্দেশকে সই করিয়েছে, তা যদিও জানা যায়নি।
আরও পড়ুন: ডুরান্ডের আগেই করোনা আতঙ্ক সবুজ-মেরুন শিবিরে, আক্রান্ত ডিফেন্ডার ব্রেন্ডন হ্যামিল
এর আগে বেঙ্গালুরু এফসি টিমে খেলেছেন সন্দেশ ঝিঙ্গান। কেরালা ব্লাস্টার্স থেকে ২০১৬-১৭ মরশুমে লোনে সই করে সন্দেশ। সেবার ফেডারেশন কাপও জেতে টিম। এবার পাকাপাকিভাবে বেঙ্গালুরু এফসি টিমে যোগ দিলেন দেশের তারকা ডিফেন্ডার।