বিশ্বকাপ ফাইনালে ৮৮ মিনিটে তাঁর বাঁ পায়ে বাঁচানো শট, এখন আর্জেন্টিনায় মিথ হয়ে গিয়েছে। ওই পায়েই এঁকেছেন বিশ্বকাপে ট্যাটু। এবার আর্জেন্টিনার গোলকিপার এমি মার্টিনেজের নামে উপগ্রহ তৈরি করল এলন মাস্কের সংস্থা স্পেস এক্স। মার্টিনেজের ডাকনাম দিবু। সেই নামেই উপগ্রহের নাম করেছে আর্জেন্টিনার সংস্থা ইনোভা স্পেস ও স্পেস এক্স।
দুটি উপগ্রহ লঞ্চ করেছে ইনোভা স্পেস। একটির নাম দেওয়া হয়েছে দিবু মার্টিনেজ। অন্যটির নাম জুয়ানা আজুরডাই। গতবছর জানুয়ারিতে প্রথম উপগ্রহ মহাকাশে পাঠায় আর্জেন্টিনার ইনোভা স্পেস। এই নিয়ে মোট তিনটি উপগ্রহ আর্জেন্টিনার।