কাতার বিশ্বকাপে ফের শিরোনামে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। মঙ্গলবার প্রি-কোয়ার্টার ফাইনালে নামছে পর্তুগাল (Portugal)। তার আগে দোহায় আলোচনার কেন্দ্রবিন্দু রোনাল্ডো। বিবিসি-এর একটি প্রতিবেদনে জানা গিয়েছে, সৌদি আরবের ক্লাব আল নাসার এফসি-তে (Al Nassr FC) বিরাট অঙ্কের চুক্তিতে যোগ দিচ্ছেন পর্তুগাল তারকা। বছরে ২০০ মিলিয়ন ইউরোর চুক্তিতে সৌদির ক্লাবে যোগ দেবেন তিনি।
ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তি শেষ হয়ে গিয়েছে রোনাল্ডোর। এরপরই ফ্রি এজেন্ট হয়ে গিয়েছেন রোনাল্ডো। একটি সাক্ষাৎকারে রোনাল্ডো জানান, তাঁকে সৌদির একটি ক্লাব ৩০৫ মিলিয়ন ইউরো প্রস্তাব দিয়েছে। এরপরই প্রকাশ্যে আসে আল নাসার এফসির কথা। যদি এই চুক্তি স্বাক্ষর করেন, তবে ফুটবল বিশ্বে সর্বাধিক ট্রান্সফার ফি-র রেকর্ড গড়বেন রোনাল্ডো।
আরও পড়ুন: লিও-র কোলে আন্তোনেল্লা, একান্তে সময় কাটালেন রোনাল্ডো-জিওর্জিনা
মঙ্গলবার বিশ্বকাপে সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে নামবে পর্তুগাল। তার আগে এই নতুন ক্লাবের খবরে ফের শিরোনামে পর্তুগিজ তারকা।