অপেক্ষা করছে রোলস রয়েজ। কাদের জন্য জানেন ? অপেক্ষা করছে ১১ জন সৌদি ফুটবলারের জন্য। গত সপ্তাহে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছে সৌদি আরব। সেই ম্য়াচের পর থেকে রিয়াধে এখনও চলছে তার রেশ। ম্য়াচ জয়ের পরেই ওই ম্য়াচে খেলা সৌদি ফুটবলারদের রোলস রয়েজ দেওয়ার কথা ঘোষণা করেছেন সৌদির রাজা বিন সলমন। রাজবাড়ির খবর, বিশ্বকাপ শেষ হল ফুটবলারদের এই গিফট দেওয়া হবে।
এই বিশ্বকাপে সত্য়িই রূপকথা তৈরি করছে সৌদি আরব। বহুবার তারা বিশ্বকাপ খেলেছে। কিন্তু এমন অঘটন কোনও দিনই তারা ঘটাতে পারেনি। এবার কোচ রেনাল্টের হাতে একেবারে পাল্টে গিয়েছে গোটা সৌদি আরবের ফুটবল। আর্জেন্টিনার বিরুদ্ধে পিছিয়ে পরে লড়াই ছাড়েননি সৌদি ফুটবলাররা। বরং পাল্টা লড়াইয়ে রসদ নিয়ে ম্য়াচে ফিরেছিলেন।
সেই রসদের ইনাম রোলস রয়েজ। রাজবাড়ি থেকে জানানো হয়েছে, ফুটবলারা দেশে ফিরলেই তাদের গাড়ি উপহার দেওয়া হবে। সঙ্গে দেওয়া হবে সোনার ঘড়িও।