গোল, গোল এবং গোল ! এই প্রথম কাতারকে ছ গোলের ম্য়াচ উপহার দিল সার্বিয়া এবং ক্যামারুন। নব্বই মিনিট পর দু দলের ম্য়াচ শেষ হল তিন-তিন গোলে। দু দলই তাদের প্রথম ম্যাচ হেরে শুরু করেছিল। তাই তাদের হারানোর কিছু ছিল না। দেখার ছিল ইউরোপ বনাম আফ্রিকার লড়াই। এদিন স্টেডিয়ামে হাজির থাকা হাজার বিশেক দর্শক তা মনভরে উপভোগ করলেন।
গোল ফর গোলস। এটাই স্লোগান ফিফার। সেই স্লোগান এদিন শুরু করে ক্যামারুন। ম্য়াচের উনতিরিশ মিনিট সার্বিয়াকে পিছিয়ে দেন ক্যাসালেটার গোল। এখানে শেষ নয়, বরং শুরু। কারণ প্রথমার্ধের ইঞ্জুরি টাইমে পর দুটো গোল সার্বিয়ার। প্রথম গোল পাভলোভিকের। দু মিনিটের মধ্য়ে দ্বিতীয় গোল সাভিকের।
২-১, এখান থেকে দ্বিতীয়ার্ধ শুরু করেছিল নোভাক জোকোভিচের দেশ। ৫৩ মিনিটে মিত্রোভিকের গোলে তিন-এক গোলে এগিয়ে যান সার্বরা। এই বিশ্বকাপ এখনও পর্যন্ত সুপার সাবদের। এই ম্য়াচেও সেটাই করে দেখালেন ক্যামারুনে আবুবাখার। ৬৩ মিনিটে তিনি গোল করলেন। ৬৬ মিনিটে গোল করালেন মন্টিংকে দিয়ে।