এই বছর ‘মোহনবাগান রত্ন’ সম্মান পাচ্ছেন ময়দানের 'বাইসাইকেল কিং' শ্যাম থাপা। বৃহস্পতিবার মোহনবাগানের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২৯ জুলাই ঐতিহাসিক মোহনবাগান দিবসে সবুজ-মেরুন শিবিরের তরফে শ্যাম থাপাকে এই সম্মান প্রদান করা হবে। মোহনবাগান রত্ন সম্মান পাচ্ছেন জেনে আপ্লুত ভারতের প্রাক্তন ফুটবলার। এডিটরজি বাংলাকে দেওয়া টেলিফোন সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ‘‘আমার কাছে এই সম্মান জাতীয় পুরস্কারের সমতুল্য। সাত বছর মোহনবাগানের হয়ে খেলেছি। আমার কাছে মোহনবাগান মানেই একটা বিশেষ আবেগ ও অনুভূতি। ক্লাবের প্রতি সেই শ্রদ্ধা ও ভালোবাসার প্রতিদান এই পুরস্কার। ইতিমধ্যেই অনেকে এই সম্মান প্রাপ্তির জন্য অভিনন্দন জানিয়েছেন।’’
সালটা ছিল ১৯৭৮, ডার্বিতে সরগরম ময়দান। আর সেই ম্যাচে একটা গোল তাতিয়ে দিয়েছিল সবুজ-মেরুন জনতাকে। আর তা ছিল শ্যাম থাপার ঐতিহাসিক বাইসাইকেল কিক। ১৯৭৭ সালে ইস্টবেঙ্গল ছেড়ে মোহনবাগানে আসেন শ্যাম। এর পরের ৭ বছর সবুজ-মেরুনকে বহু ট্রফি দিয়েছে তাঁর গোল। যার মধ্যে উল্লেখযোগ্য ছিল পেলের কসমসের বিরুদ্ধে এই পাহাড়ি যুবকের গোলে সমতায় ফেরার ইতিহাস।
আরও পড়ুন- Sachin Tendulkar on Sourav Ganguly: বন্ধু সৌরভের জন্মদিনের আগে স্মৃতিচারণ সচিন তেন্ডুলকরের
শ্যাম থাপা ছাড়াও আগামী ২৯ তারিখ বিশেষ সম্মান পাচ্ছেন দুই তরুণ ফুটবলার। বর্ষসেরা হিসেবে সম্মান পাচ্ছেন এটিকে মোহনবাগানের লিস্টন কোলাসো। সেরা উদীয়মান ফুটবলার হিসেবে ‘সুভাষ ভৌমিক সম্মান’ পাচ্ছেন গত আইএসএলে সবুজ-মেরুনের আবিষ্কার কিয়ান নাসিরি।