অনূর্ধ্ব ২০ সাফ কাপে জাতীয় দলে সুযোগ আদিবাসী কন্যা সোনালি সোরেনের। পূর্ব বর্ধমানের কালনার ধাত্রীগ্রামের বাধাগাছি গ্রামে বাড়ি তাঁর। দেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন সোনালি। খবর পাওয়ার পরই পরিবারে খুশির হাওয়া।
বুধবার বাড়িতে ফোন করেন সোনালি। জাতীয় দলে সুযোগ পাওয়ার কথা বাড়িতে জানান তিনি। মেয়ের ফোন পাওয়ার পরই খুশিতে ভাসছে গ্রাম। এবার বাংলাদেশে মহিলাদের অনূর্ধ্ব ২০ সাফ কাপের আসর বসেছে।
আটঘড়িয়া, কেশবপুর, কালনা স্টেডিয়ামের মাঠেই সাধারণত অনুশীলন করতেন তিনি। সম্প্রতি বাংলা দলে সুযোগ পান সোনালি। মাস দুয়েক আগেও ভারতীয় দলে ডাক আসে। কিন্তু তখন সুযোগ পাননি। নিজের দক্ষতা প্রমাণ করে জাতীয় দলে সুযোগ পেয়েছেন সোনালি।