দেশের (Asian Games 2023) হয়ে ৯১তম পদক জিতলেন সোনম মালিক (Sonam Malik)। কুস্তির ৬২ কেজি বিভাগে ব্রোঞ্জ জয় ভারতীয় কুস্তিগিরের। চিনের প্রতিপক্ষ জিয়া লংয়ের বিরুদ্ধে হাংঝৌতে নেমেছিলেন সোনম। থ্রিলার ম্যাচে ২৫ সেকেন্ড বাকি থাকতেই ৭-৫ ব্যবধানে ম্যাচ জিতে নেন সোনম।
এর আগে গ্রেকো রোমানের এই বিভাগে সুনীল কুমার ও অন্তিম পাঙ্ঘাল ব্রোঞ্জ জেতেন। এবার ব্রোঞ্জ জিতলেন ভারতের সোনম মালিক।
আরও পড়ুন: এশিয়ান গেমসে ফের পাকিস্তানকে হারাল ভারত, কবাডির ফাইনালে টিম ইন্ডিয়া
ছেলেদের ৬৫ কেজি বিভাগে পদকের দৌড়ে আছেন বজরং পুনিয়া। ৭৬ কেজি বিভাগে খেলবেন কিরণ ও ৫৭ কেজি বিভাগে নামবেন আমান সেহরাওয়াত।