কাতার বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে ড্র করে ভেসে থাকল জার্মানি। রবিবার স্পেনের হয়ে একমাত্র গোল করেন সুপার সাব আলভারো মোরাতা। ম্যাচের ৮৩ মিনিটে জার্মানির হয়ে সমতা ফেরান নিকলাস ফুলক্রুগ।
১০ বছর পর বিশ্ব ফুটবলে প্রত্যাবর্তন তিকিতাকা ফুটবলের। তবে প্রথম ম্যাচে ৭ গোলের পরেও জার্মানির বিরুদ্ধে স্প্যানিশদের সেই আত্মবিশ্বাস খুঁজে পাওয়া যায়নি। ম্যাচে স্প্যানিশ ফুটবলারদের সচ্ছন্দ পাসিংয়ের সুযোগই দেয়নি জার্মানি। তবুও ম্যাচে ৬৪ শতাংশ বল পজিশন ধরে রাখেন জর্ডি আলবারা। ম্যাচের প্রথম ৭ মিনিটে গোলের সুযোগ পান ড্যামি ওলমো। কিন্তু দুর্ধর্ষ সেভ করেন ম্যানুয়েল নয়্যার।
মার্কো অ্যাসেনসিও, ফেরান তোরেস, ড্যানি ওলমো। এই ত্রয়ী বারবার জার্মানের ডিফেন্সকে ভেঙে আক্রমণ তৈরি করার চেষ্টা করেন। কিন্তু জার্মানির প্রেসিং ফুটবলে আটকে যায় স্পেন। ম্যাচের ৩৯ মিনিটে গোল করেন জার্মানির অ্যান্তেনিও রুডিগার। গর্জে ওঠে গ্যালারি। কিন্তু VAR প্রযুক্তিতে সেই গোল বাতিল হয়ে যায়। প্রথমার্ধ গোলশূন্য হয়েই শেষ হয়। দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে তোরেসের পরিবর্ত হিসেবে মোরাতাকে মাঠে নামান কোচ এনরিকে। ৬২ মিনিটে জর্ডি আলবার পাস থেকে স্পেনের হয়ে প্রথম গোল করেন আলভারো মোরাতা।
গোল খাওয়ার পরই খেলায় গতি বাড়ায় জার্মানি। টমাস মুলারের পরিবর্ত হিসেবে মাঠে আসেন নিকোলাস ফুলক্রুগ। ৮৩ মিনিটে জামাল মুসিয়ালার পাস থেকে বক্সের মধ্যে ডান পায়ে কোনাকুনি শটে গোল করেন তিনি। সমতা ফেরায় জার্মানি। ৮৯ মিনিটে আরও একবার সুযোগ আসে জার্মানির। কিন্তু গোল হয়নি। ড্র হয়েই শেষ হয় ম্যাচ।
২ ম্যাচ খেলে জার্মানির পয়েন্ট ১। আগামী ম্যাচে তাঁদের সামনে কোস্টারিকা। বিশ্বকাপের নকআউটে যাওয়ার আশা ক্ষীণ। তবুও স্পেনকে আটকে দিয়ে কিছুটা হলেও আত্মবিশ্বাস বাড়ল মুলারদের।