বেলজিয়ামের সোনালি প্রজন্ম এবার অনেকটাই নিস্প্রভ ছিল। ক্রোয়েশিয়াও সেভাবে ঝাঁঝালো আক্রমণ তৈরি করতে পারেনি। যার সুযোগ নিয়েছে মরক্কো। গ্রুফ এফ-এ সাত পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে নক-আউট খেলতে নামবে তাঁরা। এবার বিশ্বকাপে সবথেকে অপ্রত্যাশিত উত্থান মরক্কো টিমের। এবার সামনে স্পেন। মঙ্গলবার এই ম্যাচ জিতলেই কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত।
এবার টুর্নামেন্টে ৭ গোল দিয়ে শুরু করেছে স্পেন। কিন্তু জার্মানির বিরুদ্ধে ড্র ও শেষ ম্যাচে জাপানের বিরুদ্ধে হার। নক-আউটে পৌঁছলেও আত্মবিশ্বাসী নয় স্পেন। তুলনামূলক ভাবে ভাবলে, এই ম্যাচে সহজ জয়ই পাওয়ার কথা স্পেনের। ফর্মে আছেন স্ট্রাইকার আলভারো মোরাতা। গোটা ম্যাচ জুড়ে অসাধারণ ফুটবল খেলেন জাভি, পেদ্রি, বুস্কেটস, অ্যাসেনসিওরা। কিন্তু স্পেনের তিকিতাকা ফুটবলকে টেক্কা দিয়ে জয় ছিনিয়ে নিয়ে যায় জাপান। তাই মরক্কোর বিরুদ্ধে সতর্ক কোচ লুই এনরিকে।