ফুটবল বিশ্বকাপের মঞ্চে 'পাঠান' ছবির প্রমোশনে বলিউডের বাদশা শাহরুখ খান। কিং খান জানান, ওয়েন রুনিই ফুটবল বিশ্বের 'পাঠান' যদিও রুনির মতে, ফুটবলবিশ্বে পাঠান একমাত্র ইব্রাহিমোভিচ। তিনি নন।
বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ফ্রান্স। ঠিক তার আগেই ছবির প্রমোশন শাহরুখের। আলাপচারিতায় ভারতের সংস্কৃতিও উঠে এল শাহরুখের গলায়। আর প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক রুনি জানালেন, ইংল্যান্ডের সবথেকে জনপ্রিয় এশিয়ান অভিনেতা কিং খান।
এদিন ফিফার এই অনুষ্ঠানে সিক্রেট ফাঁস করলেন শাহরুখ। প্রথম সুপারহিট ছবি ডিডিএলজে-তে একটি সেলিব্রেশন করতে দেখা যায় শাহরুখকে। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে এমন সেলিব্রেশনই করতেন রুনি। শাহরুখ জানান, ওই পোজ তিনি রুনির থেকেই শিখেছেন। তবে কিং খান জানান, এই পোজ বেশ কষ্টকর। রুনি বলেই দীর্ঘদিন এমন সেলিব্রেশন করতে পেরেছেন। জানালেন শাহরুখ।
মাত্র ৩৫ বছর বয়সে অবসর নিতে পারেন লিওনেল মেসি। তা নিয়েও এদিন বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন শাহরুখ।