একে ক্যামেল ফ্লুর দাপট। তার উপর দোসর করিম বেঞ্জেমাকে নিয়ে বার বার প্রশ্ন। এই দুয়ের জাঁতাকলে আজ, রবিবার বিশ্বকাপে ফাইনালে মাঠে নামার আগেই মেজাজ হারালেন ফরাসি কোচ দিদিয়ের দেশঁ। এমনিতে তিনি ঠান্ডার মাথার মানুষ বলেই পরিচিত। কিন্তু বেঞ্জেমাকে নিয়ে ক্রমাগত খোঁচা তিনি আর সহ্য করতে পারলেন না। বলেই ফেললেন, বিশ্বকাপ ফাইনালে বেঞ্জেমা তাঁর চিন্তায় নেই। হাতে যা আছে তা নিয়ে মেসি ও আর্জেন্টিনাকে আটকাবেন তাঁরা।
ফরাসি শিবিরের যা খবর, তাতে এখনও সাত ফুটবলারের কমবেশি জ্বর আছে। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য দুই ডিফেন্ডার কানাটে এবং রাফায়েল ভারান। চোট সারিয়ে এই বিশ্বকাপ খেলছেন ভারান। তাতেও অবশ্য দমছেন না দেশঁ। বিশ্বকাপ ফাইনালের আগে জানিয়েছেন, শুধু মেসিকে নয়, গোটা আর্জেন্টিনাকে আটকানোর কৌশল তাঁর ছকা হয়ে গিয়েছে।
ব্রাজিল ও ইতালিকে ছুঁতে আর্জেন্টিনার বিরুদ্ধে ফরাসি কোচের হাতিয়ার এমবাপে-গ্রিজম্যান এবং ডেম্বলের ত্রিভূজ। এই ত্রয়ী ভীষণ ভাবেই সুস্থ। রবিবার মাঠে নামার জন্য মুখিয়েও আছেন। এই ত্রয়ীর পায়েই বিশ্বকাপে এই নিয়ে দ্বিতীয়বার ফাইনালে উঠছে ফ্রান্স। তাই বেঞ্জেমাকে নিয়ে প্রশ্ন উড়িয়ে দেশঁর জবাব, যে দলে ডেম্বলে, গ্রিজম্যান, এমবাপে ফর্মে থাকেন, সেই দলে অন্য কাউকে খুব একটা প্রয়োজন হয় না।