আবেগে ভাসছে ফুটবল বিশ্ব। মাত্র কয়েক ঘন্টা পরেই আন্তর্জাতিক কেরিয়ারে নিজের শেষ ম্যাচ খেলে ফেলবেন ভারতীয় দলের অধিনায়ক সুনীল ছেত্রী। যুবভারতীরে ভারতীয় ফুটবলে সুনীল যুগের অবসান হবে। এই ম্যাচের আগে ছেত্রীকে বিশেষ বার্তা দিলেন বিশ্বকাপার ও ক্রোয়েশিয়ার ফুটবলার লুকা মদ্রিচ।
কী বার্তা দিয়েছেন তিনি?
বিশ্বফুটবলের সেরা মিডফিল্ডারদের তালিকায় থাকা মদ্রিচের একটি ভিডিয়ো পোস্ট করেছেন ভারতের ফুটবল কোচ ইগর স্তিমাচ। ওই ভিডিয়োয় মাদ্রিচ বলেছেন, সুনীল, জাতীয় দলের হয়ে আপনার শেষ ম্যাচের জন্য শুভেচ্ছা। আপনার দুর্দান্ত কেরিয়ারের জন্যও শুভেচ্ছা। আপনি ফুটবলের একজন কিংবদন্তী।'
একই সঙ্গে লুকা ভারতীয় দলের বাকি সদস্যদের উদ্দেশে বলেন, ' সুনীল আপনার সতীর্থদের জন্যও কিছু বলতে চাই। আশা করছি সকলে সুনীলের শেষ ম্যাচকে স্মরণীয় করে রাখতে এই ম্যাচ জিতবেন। অধিনায়কের জন্য এই ম্যাচ জিততে হবে। ক্রোয়েশিয়া থেকে আপনাদের জন্য শুভেচ্ছা রইল।'