চিনের মাটিতে ভারতীয় ফুটবলের অধিনায়ক সুনীল ছেত্রী। মঙ্গলবার সব জল্পনার অবসান ঘটিয়ে সুনীলকে রেখেই এশিয়ান গেমসের স্ক্যোয়াড ঘোষণা করল ভারতীয় ফুটবল ফেডেরেশন। সুনীল ছাড়া, এশিয়াল গেমসের দলে রাখা হয়েছে বাকি দুই সিনিয়র গুরপ্রীত সান্ধু এবং সন্দেশ জিঙ্ঘানকেও। নিয়ম অনুযায়ী একটি স্ক্যোয়াডে তিনজন সিনিয়র ফুটবলার রাখা যাবে। সেই নিয়ম মেনেই এশিয়ান গেমসের দল গঠন করল ভারতীয় ফুটবল ফেডেরেশন।
অনেক কাঠখড় পুড়িয়ে চিনের মাটিতে এশিয়ান গেমসে ফুটবল খেলার সংবুজ সঙ্কেত পেয়েছে ভারতীয় ফুটবল দল। কেন্দ্রের সবুজ সঙ্কেতেই পরেই জল্পনা তৈরি হয়েছিল সুনীল ছেত্রীদের এই টুর্নামেন্টে খেলা নিয়ে। কারণ, নিয়ম অনুযায়ী, স্কোয়াডে তিনজন ২৩ বছরের বেশি ফুটবলার রাখা যাবে। কিন্তু ওই ইংরেজি দৈনিকের খবর, ২২ জনের দলে নাম নেই সুনীল ছেত্রীদের।
আরও পড়ুন : এশিয়ান গেমস নিয়ে সবুজ সংকেত দেবে কেন্দ্র, সুনীলের নেতৃত্বেই খেলবে টিম ইন্ডিয়া!
২০ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়ান গেমস। তার আগে থেকেই শুরু হয়ে যাবে ফুটবল। ভারতের গ্রুপে রয়েছে চিন, মায়ানমারের মতো শক্তিশালী প্রতিরপক্ষ। সূত্রের খবর, সুনীলেরা যাবেন কি না তা প্রথমে নিশ্চিত ছিল না। পরে তাঁরা নিজেদের মত পরিবর্তন করেন এবং যাওয়ার জন্য রাজি হন। এশিয়ান গেমসের জন্য নাম পাঠানো হয়েছিল ১৫ জুলাই। সেই সময় সুনীলদের নাম পাঠানো হয়নি।