আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করলেন সুনীল ছেত্রী । বৃহস্পতিবার একটি ভিডিও বার্তায় ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল জানিয়েছেন, দেশের জার্সিতে শেষবার মাঠে নামবেন ৬ জুন । কলকাতার মাটিতেই তাঁর শেষ ম্যাচ । ১০ মিনিটের ভিডিও বার্তায়, ভারতের জার্সিতে খেলা দিনগুলিকে স্মরণ করেছেন সুনীল ছেত্রী । সুনীলের এই সিদ্ধান্তে ভারতীয় ফুটবলে যুগাবসান হতে চলেছে বলা যেতে পারে ।
আগামী ৬ জুন যুবভারতী স্টেডিয়ামে কুয়েতের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ রয়েছে ভারতের । সেই ম্যাচই দেশের জার্সি গায়ে সুনীলের শেষ ম্যাচ । ভিডিও বার্তায় ভারতের হয়ে ডেবিউ ম্যাচের স্মৃতিচারণ করেছেন সুনীল ।
অধিনায়ক বলেন,'একটা দিন জীবনে কোনও দিন ভুলতে পারব। যে দিন দেশের জার্সি গায়ে প্রথম বার ভারতের হয়ে খেলতে নেমেছিলাম। অবিশ্বাস্য অনুভূতি। তবে তার আগের দিন সকালে জাতীয় দলে আমার প্রথম কোচ সুখী স্যর (সুখবিন্দর সিংহ) এসে আমাকে জানিয়েছিলেন, প্রথম একাদশে আমি রয়েছি। বলে বোঝাতে পারব না সেই অনুভূতি কেমন ছিল।'
সুনীল বলেন, 'জাতীয় দলে আমার যাত্রা শুরুর প্রথম দিনের এই ঘটনাগুলোর কথা কোনও দিন ভুলতে পারব না।' সেই স্মৃতিচারণের পরই জাতীয় ফুটবল থেকে অবসরের ঘোষণা করেন তিনি ।
সুনীল বলেন, 'অবসরের কথা সবার আগে নিজের পরিবারকে বলেছিলাম। মা, বাবা এবং স্ত্রীকে। বাবা স্বাভাবিক আচরণ করেছিল। খুশি হয়ে হাঁফ ছেড়ে বেঁচেছিল। কিন্তু মা এবং স্ত্রী সঙ্গে সঙ্গে কাঁদতে শুরু করেছিল। আমি ওদের বলেছিলাম, তোমরা তো প্রায়ই আমাকে বল কত বেশি ম্যাচ খেলতে হচ্ছে। আমাকে খেলতে দেখলে তোমাদের নাকি মানসিক চাপ কতটা বেড়ে যায়।'
জাতীয় দলের অধিনায়ক আরও বলেন, 'এমন নয় যে আমি ক্লান্ত হয়ে পড়েছি, এমন নয় যে এটা-ওটা ভেবে অবসর নিতে চাইছি। হঠাৎ করেই আমার মনে হয়েছে পরের ম্যাচটাই শেষ ম্যাচ। তার পরে যদিও এটা নিয়ে অনেক ভেবেছি।'