Sunil Chhetri : আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা সুনীল ছেত্রীর, কলকাতাতেই শেষ ম্যাচ

Updated : May 16, 2024 13:26
|
Editorji News Desk

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করলেন সুনীল ছেত্রী । বৃহস্পতিবার একটি ভিডিও বার্তায় ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল জানিয়েছেন, দেশের জার্সিতে শেষবার মাঠে নামবেন ৬ জুন । কলকাতার মাটিতেই তাঁর শেষ ম্যাচ । ১০ মিনিটের ভিডিও বার্তায়, ভারতের জার্সিতে খেলা দিনগুলিকে স্মরণ করেছেন সুনীল ছেত্রী । সুনীলের এই সিদ্ধান্তে ভারতীয় ফুটবলে যুগাবসান হতে চলেছে বলা যেতে পারে । 

আগামী ৬ জুন যুবভারতী স্টেডিয়ামে কুয়েতের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ রয়েছে ভারতের । সেই ম্যাচই দেশের জার্সি গায়ে সুনীলের শেষ ম্যাচ । ভিডিও বার্তায় ভারতের হয়ে ডেবিউ ম্যাচের স্মৃতিচারণ করেছেন সুনীল ।

অধিনায়ক বলেন,'একটা দিন জীবনে কোনও দিন ভুলতে পারব। যে দিন দেশের জার্সি গায়ে প্রথম বার ভারতের হয়ে খেলতে নেমেছিলাম। অবিশ্বাস্য অনুভূতি। তবে তার আগের দিন সকালে জাতীয় দলে আমার প্রথম কোচ সুখী স্যর (সুখবিন্দর সিংহ) এসে আমাকে জানিয়েছিলেন, প্রথম একাদশে আমি রয়েছি। বলে বোঝাতে পারব না সেই অনুভূতি কেমন ছিল।'

সুনীল বলেন, 'জাতীয় দলে আমার যাত্রা শুরুর প্রথম দিনের এই ঘটনাগুলোর কথা কোনও দিন ভুলতে পারব না।' সেই স্মৃতিচারণের পরই জাতীয় ফুটবল থেকে অবসরের ঘোষণা করেন তিনি । 

সুনীল বলেন, 'অবসরের কথা সবার আগে নিজের পরিবারকে বলেছিলাম। মা, বাবা এবং স্ত্রীকে। বাবা স্বাভাবিক আচরণ করেছিল। খুশি হয়ে হাঁফ ছেড়ে বেঁচেছিল। কিন্তু মা এবং স্ত্রী সঙ্গে সঙ্গে কাঁদতে শুরু করেছিল। আমি ওদের বলেছিলাম, তোমরা তো প্রায়ই আমাকে বল কত বেশি ম্যাচ খেলতে হচ্ছে। আমাকে খেলতে দেখলে তোমাদের নাকি মানসিক চাপ কতটা বেড়ে যায়।'

জাতীয় দলের অধিনায়ক আরও বলেন, 'এমন নয় যে আমি ক্লান্ত হয়ে পড়েছি, এমন নয় যে এটা-ওটা ভেবে অবসর নিতে চাইছি। হঠাৎ করেই আমার মনে হয়েছে পরের ম্যাচটাই শেষ ম্যাচ। তার পরে যদিও এটা নিয়ে অনেক ভেবেছি।'

Sunil Chhetri

Recommended For You

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও

editorji | খেলা

Team India: চ্য়াম্পিয়ন্স ট্রফিতে চ্য়াম্পিয়ন টিম ইন্ডিয়া, চলতি বছর কী কী টুর্নামেন্ট খেলবেন রোহিত ব্রিগেড