জার্সি নম্বর ১১। যে জার্সিতে অন্য কাউকেই কল্পনাই করতে পারেন না ভারতীয়রা। কারণ এই জার্সিতেই ভারতকে একের পর এক জয় এনে দিয়েছেন অধিনায়ক সুনীল ছেত্রী।
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ৭ নম্বর, লিয়োনেল মেসির ১০ নম্বর। এই দুটো নম্বরই অবিনশ্বর। আর এই নম্বর দুটির পাশাপাশি জায়গা করে নিয়েছেন কিংবদন্তী সুনীল ছেত্রী।
সাফ কাপে পাকিস্তান ম্যাচে হ্যাটট্রিক করেছেন। এই বয়সেও এমন ফর্ম। আন্তর্জাতিক গোলের তালিকায় মেসির ঠিক পরই সুনীল। করে ফেলেছেন ৯০তম গোল। তাই এই সুনীলকে নিয়ে উন্মাদনা ফুটবলভক্তদের।