সুনীল ছেত্রীর (Sunil Chetri) জোড়া গোলে যুবভারতীতে কম্বোডিয়াকে (Cambodia) ২-০ গোলে হারাল ভারত। এএফসি এশিয়ান কাপের কোয়ালিফায়ার্সে নামে টিম ইন্ডিয়া (Team India)। এদিন ম্যাচের প্রথমার্ধেই পেনাল্টি থেকে গোল করে টিমকে এগিয়ে দেন সুনীল। ৬০ মিনিটে দ্বিতীয় গোল আসে তাঁর শট থেকেই।
ব়্যাঙ্কিংয়ে অনেকটা পিছিয়ে থাকা কম্বোডিয়ার বিরুদ্ধে এদিন ধারেভারে অনেকটাই এগিয়ে ছিল ইগর স্টিমাচের দল। প্রথম থেকেই দারুণ ছন্দে ছিলেন সুনীল, সন্দেশ, লিস্টন কোলাসোরা। খেলার ১২ মিনিটে কম্বোডিয়ার ডিফেন্ডারের সঙ্গে ট্যাকলে পড়ে যান লিস্টন কোলাসো। সেই সুযোগ কাজে লাগিয়ে ভারতকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন সুনীল। দ্বিতীয় গোল আসে ম্যাচের দ্বিতীয়ার্ধে। এই ম্যাচে দুটি গোল করে মোট ৮২টি আন্তর্জাতিক গোল করে ফেললেন সুনীল।
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শুরু T20 সিরিজ, জেনে নিন কেমন হবে ভারতের প্রথম একাদশ
এএফসি এশিয়ান কাপের গ্রুপ ডি পর্বে এরপর ভারতের সামনে আফগানিস্থান। শনিবার যুবভারতীতেই আগামী ম্যাচে নামবেন সুনীল ছেত্রীরা।