শনিবার যুবভারতীতে কলকাতা ডার্বি দেখতে এসে প্রাণ হারালেন এক সমর্থক। ম্যাচ চলাকালীন ১৫ মিনিটের মাথায় আচমকাই হৃদরোগে আক্রান্ত হন এক ব্যক্তি। জানা গিয়েছে ওই সমর্থকের নাম জয়শঙ্কর সাহা। বাগুইআটির দেশবন্ধু নগরের বাসিন্দা। তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, রাত ৯টা ৭ মিনিটে তাঁর মৃত্যু হয়েছে।
শনিবার সল্টলেক স্টেডিয়ামে আইএসএলের প্রথম কলকাতা ডার্বি। যুবভারতীতে আসেন ৬০ হাজারের বেশি সমর্থক। ইস্টবেঙ্গলের সমর্থক ছিলেন তিনি। এই ম্যাচে ২-০ গোলে জেতে এটিকে মোহনবাগান। যদিও ম্যাচ শেষ হওয়ার আগেই প্রয়াত হন ওই সমর্থক। পুলিশ সূত্রে খবর, প্রথমার্ধে খেলা শুরু হওয়ার কিছুক্ষণ পরই প্রয়াত হন ওই সমর্থক। তাঁর মুখ দিয়ে রক্ত বেরোতে থাকে। পুলিশ তাঁকে এসকর্ট করে নিয়ে আসে আমরি হাসপাতালে।
ডাক্তারা তাঁকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু কোনও চেষ্টাই কোনও কাজে আসেনি। হাসপাতালেন নিয়ে যাওয়ার ৩৭ মিনিট পর ওই সমর্থকের মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, রবিবার সকাল পর্যন্ত তাঁর দেহ হাসপাতালের মর্গে থাকবে। পুলিশ যদিও জানাতে চাইনি তিনি কোন দলের সমর্থক। স্থানীয়দের দাবি, ইস্টবেঙ্গলের সমর্থক ছিলেন ওই ব্যক্তি।