৯০ মিনিটের টানটান লড়াই। উত্থান-পতন চলল। ৫ গোলের ম্যাচে সার্বিয়াকে ৩-২ ব্যবধানে হারিয়ে ব্রাজিলের সঙ্গেই নক-আউটে প্রবেশ সুইৎজারল্যান্ডের।
বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে উঠতে গেলে দুই দলকেই জিততে হত। শুরু থেকেই আক্রমণাত্মক খেলে দুই দল। ম্যাচের শুরুতেই এগিয়ে যায় সুইৎজারল্যান্ড। ২০ মিনিটে গোল করেন সুইস ফুটবলার জাদরান শাকিরি। গোল খেয়ে পাল্টা আক্রমণ শুরু করে সার্বিয়া। ২৭ মিনিটে গোল করেন স্ট্রাইকার আলেকজান্ডার। ৩৫ মিনিটে দ্বিতীয় গোল করে টিমকে এগিয়ে দেন ভ্লাহোমিচ। কিন্তু প্রথমার্ধের ঠিক আগে গোল করে সমতা ফেরান সুইজারল্যান্ডের স্টাইকার এমবোলো। প্রথমার্ধেই ৪ গোল হয় এই ম্যাচে।
আরও পড়ুন: জাপানের পর দক্ষিণ কোরিয়া, পর্তুগালকে ২-১ গোলে হারিয়ে নকআউটে এশীয় শক্তি
দ্বিতীয়ার্ধ ছিল নির্ধারক। রক্ষণ গুছিয়ে উঠে বারবার সার্বিয়ার ডিফেন্সে আঘাত হানেন সুইসরা। প্রথম ৩ মিনিটের মাথায় এগিয়ে যায় সুইৎজারল্যান্ড। আর ম্যাচে ফিরতে পারেনি সার্বিয়া।