থাইল্যান্ড ও ইন্দোনেশিয়া ম্যাচে ফুটবলারদের হাতাহাতি। সাউথ ইস্ট এশিয়ান গেমসের ফাইনালে ঘটনাটি ঘটে। ৫ জন ফুটবলার রেড কার্ড দেখেন। যাদের মধ্যে ৪ জনই থাইল্যান্ডের। একজন ইন্দোনেশিয়ার ফুটবলারকেও রেড কার্ড দেখানো হয়। রেড কার্ড ও চোটের পর ৭ জন নিয়ে খেলা শেষ করে থাইল্যান্ড। হারতেও হয় ম্যাচ।
এবার এই ঘটনায় ক্ষমা চেয়ে নিয়েছে থাইল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন। বিবৃতি দিয়ে জানানো হয়েছে, যারা এই হাতাহাতিতে জড়িতে তাঁদের কঠিন শাস্তি দেওয়া হবে। যার ফলে থাইল্যান্ডের ন্যাশনাল ফুটবল টিমে সংকট দেখা দিতে পারে।
মঙ্গলবার ইন্দোনেশিয়ার বিরুদ্ধে ম্যাচে অতিরিক্ত সময়ে ৫-২ গোলের ব্যবধানে হারে টিম।