জোড়া ঠিক পাঁচ লাখ। দোহার অলি-গলিতে কান পাতলে এই শব্দই ভেসে আসছে। কোন ম্য়াচের জানেন ? ভাবছেন ১৮ তারিখে ফাইনালে। তাহলে আপনার কোনও ধারণা নেই। টিকিটের এই দাম উঠছে শনিবার ইংল্যান্ড বনাম ফ্রান্সের কোয়ার্টার ফাইনাল ম্য়াচের। এমনিতে কাতারে কালোবাজারি নিষিদ্ধ। কিন্তু বিশ্বকাপের মঞ্চে ইউরোপের হাইভোল্টেজ এই ম্য়াচকে কেন্দ্র করে দোহার বিভিন্ন রাস্তায় চলছে কালোবাজারিদের রমরমা। অভিযোগ কেউ আবাব ঝোপ বুঝে কোপ মারছে। তাঁর পাঁচ লাখ বেস প্রাইজ। মনে করা হচ্ছে ম্যাচ শুরুর আগে এই টিকিটের দাম ১০ থেকে ১৫ লাখ পর্যন্ত ছুঁতে পারে।
ইতিমধ্য়েই ১৮ তারিখ বিশ্বকাপের ফাইনালের টিকিটের দাম জানিয়ে দিয়েছে ফিফা। টিকিটের সর্বোচ্চ দাম রাখা হয়েছে ১ লক্ষ ২৭ হাজার টাকা। কিন্তু ফ্রান্স-ইংল্য়ান্ড ম্য়াচের টিকিটের কালোবাজারি দেখে এখনই মাথায় হাত ফিফার। বিশ্বকাপের টিকিট বিলির দায়িত্বে আছে ফিফা। তাহলে প্রশ্ন হচ্ছে ম্য়াচের আটচল্লিশ ঘণ্টা থেকে টিকিট বাজারে কী ভাবে চলে যাচ্ছে। আর কারাই এই কালোবাজারি করছে।
এই ঘটনায় কাতার পুলিশকে দ্রুত তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে কালাবাজারিদের গ্রেফতার করারও নির্দেশ দেওয়া হয়েছে। যদিও এখনও পর্যন্ত কাতার পুলিশের তরফে সরকারি ভাবে কিছু জানানো হয়নি।