ভারে ভারাক্রান্ত কাতার বিশ্বকাপ। স্পেন-জাপান ম্য়াচের পর রেফারিজ প্য়ানেলের চেয়ারম্য়ান পাগলুইগি কোলিনার থেকে রিপোর্ট চাইল ফিফা। অভিযোগ, টাচলাইন পেরিয়ে যাওয়ার পরেও জাপানের দ্বিতীয় গোলের ক্ষেত্রে তা বৈধ বলেই ঘোষণা করেছিল ভার। কিন্তু অ্য়াকশন রিপ্লেত স্পষ্ট দেখা যায় সেন্টার করার আগেই বল টাচলাইন ক্রশ করে গিয়েছিল। প্রথমে মাঠে কোনও আবেদন না করলেও, ড্রেসিং রুমে ফিরে এই গোল নিয়ে ফিফার কাছে সরকারি ভাবে অভিযোগ জানায় স্পেন। তাদের অভিযোগের ভিত্তিতেই কলিনার থেকে রিপোর্ট তলব করা হয়েছে।
এমনিতেই মাঠে বাইরে একাধিক বিতর্কে জর্জরিত কাতার। মাঠের ভিতরে যাতে সুষ্ঠু ভাবে ম্য়াচ সম্পন্ন করা যায়, তার জন্য এবার ভারকে ঢেলে সাজিয়েছিল ফিফা। মাঠের রেফারির কাছে যাতে স্পষ্ট বার্তা পৌঁছায় সে কারণে ভিডিও সহকারি রেফারি রাখা হচ্ছিল একই দেশের। বৃহস্পতিবার স্পেন-জাপান ম্য়াচের রেফারি ছিল দক্ষিণ আফ্রিকার। ভিডিও সহকারিও ছিলেন একই দেশের। তারপরেও এত বড় ভুল কী ভাবে হল, তার জবাব চাওয়া হয়েছে। এই বছর রেকর্ড সংখ্য়ক ক্যামেরায় সম্প্রচার করা হচ্ছে কাতার বিশ্বকাপ। কিন্তু ভারের ভুলে ফের লজ্জা। বুধবারও মেসির পেনাল্টি নিয়ে প্রশ্ন তুলেছিলেন প্রাক্তনরা। এবার ক্ষোভ প্রকাশ করলেন তাঁরা।
এই ঘটনার পরিপ্রেক্ষিতেই বিশ্বকাপের বাকি ম্য়াচগুলিতে ভার নিয়ে আরও বেশি করে নজর দিতে চলেছে ফিফা। জুরিখ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, স্পেনের আবেদন তারা খতিয়ে দেখছে। ভবিষ্য়তে এই ব্য়াপারে আরও সতর্ক হওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে।