ঠিক হয়ে গেল আইএসএল ফাইনালের দিন। বৃহস্পতিবার ফুটবল স্পোর্টস ডেভলপমেন্ট লিমিটেড তরফে জানানো হল, ফাইনাল হবে চার মে। ভারতে লোকসভার প্রথম দফার ভোট হবে আগামী ১৯ এপ্রিল। ওই দিন আইএসএলে শুরু হবে প্লে-অফ। সেমিফাইনাল শুরু হবে ২৩ এপ্রিল থেকে।
ইতিমধ্যেই ঠিক হয়ে গিয়েছে ইন্ডিয়ান সুপার লিগের প্লে-অফের লাইন-আপ। সেমিফাইনালে দুই জয়ী দল ফাইনালের লড়াইয়ে মুখোমুখি হবে ওই দিন। তবে কোথায় কোন ম্যাচ হবে, তা অবশ্য এখনও ঠিক হয়নি। লিগ পর্বের ম্যাচ এখনও শেষ হয়নি। তার পরই প্লে অফ ও ফাইনালের ভেন্যু ঘোষণা করা হবে।
বুধবার সপ্তম হয়ে আইএসএল শেষ করেছে ইস্টবেঙ্গল। ফলে, প্লে-অফের শেষ দল হিসাবে ছ নম্বরে জায়গা নিশ্চিত করেছে চেন্নাই। তবে শীর্ষে থেকে লিগ শেষ করে কারা লিগশিল্ড জিতবে, তার লড়াই এখনও চলছে।