করমণ্ডল দুর্ঘটনায় নিহত পরিবারদের পাশে দাঁড়াল ভারতীয় ফুটবল দল। রবিবার আন্তঃমহাদেশীয় টুর্নামেন্ট জয়ের পর এই সিদ্ধান্ত সুনীল ছেত্রীদের। কলিঙ্গ স্টেডিয়ামে লেবাননকে ২-০ গোলে হারিয়ে এই টুর্নামেন্ট জিতেছেন ব্লু টাইগার্স। ভারতের এই জয়ের সুনীল ছেত্রীদের ১ কোটি টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। সেই টাকা থেকে ২০ লক্ষ টাকা মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রবিবারই লেবাননকে হারিয়ে এই টুর্নামেন্ট জিতেছে ভারত। দুটি গোলই হয়েছে ম্যাচের দ্বিতীয়ার্ধে। এই ম্যাচে গোল করে কেরিয়ারের ৮৭-তম গোল করেছেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী। তবে ভারতীয় কোচ ইগর স্তিমাচ জানিয়েছেন, এই টুর্নামেন্ট থেকে প্রাপ্তি ছাংতে, লিস্টনের মতো ফুটবলার।