আইএসএল চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি। শনিবার কলকাতায় মোহনবাগান সুপার জায়েন্টকে তিন-এক গোলে হারিয়ে এই নিয়ে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হল মুম্বইয়ের এই দল। এদিন যুবভারতীতে ম্যাচে ৪৪ মিনিটে জেসন কামিন্সের গোলে এগিয়ে ছিল সবুজ-মেরুন। কিন্তু দ্বিতীয়ার্ধে তিন গোল করে ফাইনাল জিতল মুম্বই সিটি এফসি।
হাইভোল্টেজ ফাইনালে এদিন হাউজফুল হয়েছিল কলকাতার যুবভারতী। প্রথম একাদশকে কার্যত এক রেখেই দল সাজিয়ে ছিলেন মোহনবাগান কোচ অ্যান্তনিও লোপেজ হাবাস। শুরুর দিকে বেশ কয়েকটি সুযোগও তৈরি করে সবুজ-মেরুন। তার ফসল ৪৪ মিনিটে কামিন্সের গোল। পেত্রাতোসের শট প্রতিহত হয়ে কামিন্সের কাছে চলে আসে। সেখান থেকেই গোল।
কিন্তু দিয়াজ, বিপিন সিং এবং জাকুবের গোল কলকাতাকে স্তব্ধ করল মুম্বই। এর আগেও এটিকে-মোহনবাগানকে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বই সিটি এফসি।