আরব ভূমে মন টিঁকছে না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনি আবার নাকি ফিরে আসতে পারেন ইউরোপেই। আল-নাসের কোচ রুডি গার্সিয়ার ইঙ্গিতে হঠাৎই জল্পনা। গার্সিয়ার এই ইঙ্গিতের আগেই অবশ্য প্রায় একই দাবি করেছেন ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সান। ওই পত্রিকার খবর বলছে, ইতিমধ্যেই ইপিএলের একটি ক্লাবের সঙ্গে দর কষাকষি শুরু করেছেন সিআর সেভেন। আল-নাসেরের কোচ গার্সিয়া জানিয়েছেন, এখনই রোনাল্ডোর কেরিয়ার শেষ হচ্ছে না। হয়তো নতুন কিছু খুঁজতেই তিনি ইউরোপ ফিরতে পারেন। এর আগেও রোনাল্ডো সম্পর্কে বিশেষজ্ঞরা দাবি করেছিলেন, যিনি ড্রিম অফ থিয়েটারের মতো স্টেডিয়ামে খেলে ফুটবল জীবন শুরু করেছেন, তাঁর পক্ষে সৌদির রুক্ষ মরুভূমিতে মানিয়ে নেওয়া মোটেই সহজ হবে না।
গত বছরের নভেম্বর মাস থেকে খবরে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কখন তাঁর ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়া নিয়ে কাজিয়া, কখনও আবার বিশ্বকাপে পর্তুগালের প্রাক্তন কোচে স্যান্টোসের সঙ্গে তাঁর মাঠের মধ্যে মন কষাকষি। প্রাক্তনরা বলছেন, কেরিয়ারের একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে আছেন রোনাল্ডো। এই পরিস্থিতিতে তাঁকে সবচেয়ে দিশেহারা মনে হচ্ছে। কারণ, বন্ধু মেসি যেখানে নিজেকে গুছিয়ে নিয়েছেন। ঠিক ততটাই ছন্নছাড়া অবস্থা সিআর সেভেনের।
অনেক ঢাকঢোল পিটিয়ে রোনাল্ডো সই করিয়েছিল সৌদির ক্লাব আল-নাসের। নির্বাসন কাটিয়ে মাঠেও ফিরেছিলেন রোনাল্ডো। কিন্তু ইউরোপ ও এশিয়ার ফুটবলের মানের ফারাক প্রথম দিনেই বুঝতে পেরে গিয়েছেন বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা। তাই হয়তো তড়িঘড়ি নিজের পছন্দের ইউরোপে ফিরতে চাইছেন রোনাল্ডো। ব্রিটিশ পত্রিকার খবর, ইপিএলের বেশ কিছু ক্লাব এখনও রোনাল্ডোকে নিতে আগ্রহী। কিন্তু বাদ সাধতে আর্থিক বিষয়টি।