গত ৪৮ ঘণ্টায় এই নিয়ে তিনবার। ফের বদলে গেল ১০ মার্চ ইন্ডিয়ান সুপার লিগে ডার্বির সময়। মঙ্গলবার বিধাননগরে পুলিশের সঙ্গে ইস্টবেঙ্গল কর্তাদের বৈঠকে ঠিক হয়েছে, আগামী রবিবার বড় ম্যাচের কিক-অফ হবে রাত সোয়া আটটায়। এরআগে এদিন দুপুরে জানা যায়, রাত নটার বদলে ম্যাচ শুরু হবে রাত সাড়ে আটটায়। তার কয়েক ঘণ্টা পরেই সময় বদলে হয় রাত সোয়া আটটা।
রবিবার যুবভারতীতে ডার্বির আয়োজক ইস্টবেঙ্গল। এদিন পুলিশের সঙ্গে বৈঠকে লাল-হলুদ কর্তারা জানান, তাঁরা ১০ তারিখ ডার্বির জন্য প্রস্তুত। ইতিমধ্যেই ম্যাচের টিকিও ছাপানো হয়ে গিয়েছে। ঠিক হয়ে গিয়েছে কোন গেট দিয়ে, কোন দলের সমর্থকরা মাঠে ঢুকবেন। এই পরিস্থিতিতে ম্যাচের মাঠ পরিবর্তন হলে সমস্যা দেখা দিতে পারে।
দু পক্ষের আলোচনাতে এই নতুন সময় ঠিক হয়েছে বলে জানা গিয়েছে। সমর্থকদের কথা ভেবেই নতুন সময়ের এই সিদ্ধান্ত বলে দাবি করা হয়েছে। কারণ, ওই দিন ব্রিগেডে জন সমাবেশের ডাক দিয়েছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস।