তাঁর বাঁশিতেই এবার কাতার বিশ্বকাপ শুরু হয়েছিল। সেই ইতালির রেফারিকেই কাতার বিশ্বকাপের প্রথম সেমিফাইনালের দায়িত্ব দিল ফিফা। মঙ্গলবার আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়া ম্য়াচ পরিচালনা করবেন ফিফার রেফারিং কমিটির চেয়ারম্য়ান পাগলুইগি কলিনার দেশের ড্যানিয়েল ওরসাতো। এদিনই ফিফা বিশ্বকাপ থেকে বরখাস্ত করা হয়েছে এক স্প্যানিশ রেফারিকে। নতুন করে যাতে কোনও বিতর্ক না হয়, তার জন্য সেমিফাইনালে ওরসাতোর সঙ্গে ডিডিও অ্য়াসিট্যান্ট রেফারি হিসাবে থাকবেন তাঁর দেশের ম্যাসিমিলিয়ানো ইরাতি।
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ খেলিয়েছিলেন ওরসাতো। এ ছাড়া গ্রুপ পর্বে আর্জেন্টিনা বনাম মেক্সিকো ম্যাচেরও দায়িত্বে ছিলেন ওরসাতো। সেই ম্যাচে আর্জেন্টিনা ২-০ গোলে জিতেছিল। সিরি-এ এই রেফারিকে গ্রুপ পর্বের পরে প্রি-কোয়ার্টার ফাইনাল ও কোয়ার্টার ফাইনালে বিশ্রাম দেওয়া হয়েছিল।
কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস ম্য়াচে কার্ডের বন্যা বয়েছিল। এই ঘটনায় স্প্যানিশ রেফারির উপর নিজের বিরক্তি প্রকাশ করেছিলেন লিওনেল মেসি। এমনকী, ওই স্প্যানিশ রেফারির বিরুদ্ধে সরকারি ভাবে অভিযোগও দায়ের করেছেন আর্জেন্টিনা। তাঁর কার্ডের বলি হয়েছেন আর্জেন্টিনার দুই ফুটবলার।