বিশ্বকাপের প্রস্তুতি শুরু বিশ্বচ্যাম্পিয়নদের। চার বছর আগে রাশিয়া জয় করে প্য়ারিসে ফিরেছিল ফ্রান্স। হুগো লরিসের টিমে একগুচ্ছ তরুণ দ্বিতীয়বার দেশকে বিশ্বচ্যাম্পিয়ন করিয়ে ছিলেন। এবারও চাঙ্গা ফ্রান্স। শুধু আক্ষেপ চোটের কারণে পোগবার বিশ্বকাপ খেলা হবে না।
অলিভার জিরু, আঁতোয়া গ্রিজম্য়ান, কাইলান এমবাপে, ভারানের মতো তারকাদের নিয়ে কাতার যাবে দিদিয়ের দেঁশর দল। বুধবার বিশ্বকাপ খেলতে রওনা হবেন বিশ্বচ্যাম্পিয়নরা। দেশ ছাড়ার আগে অধিনায়ক হুগো লরিস জানিয়েছেন, এবারও তাঁদের লক্ষ্য থাকবে ফাইনাল খেলা। কারণ, চার বছর পর আরও শক্তিশালী হয়েই মাঠে নামবেন তাঁরা।
দলকে আত্মবিশ্বাসী হতে পরামর্শ দিচ্ছেন কোচ দেঁশ। তবে সাবধান করছেন আত্মতু্ষ্ঠ না হতে। কারণ, ১৯৯৮ সালে চ্যাম্পিয়ন দলে সদস্য ছিলেন তিনি। আবার ২০০২ সালে সেনেগালের কাছে প্রথম ম্য়াচের হারের স্বাদ তাঁর মনে আছে। তাই মাঠে নামার আগে পর্যন্ত বেশ সতর্ক ফরাসি কোচ।
গ্রুপ ডি থেকে শুরু হবে বিশ্বচ্যাম্পিয়নদের অভিযান। ২২ নভেম্বর ফ্রান্সের প্রথম প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। এছাড়াও ওই গ্রুপে আছে ডেনমার্ক ও তিউনেশিয়া।