বিশ্বকাপে আজ থেকে ফয়সালার ম্য়াচ। ভারতীয় সময় রাত সাড়ে আটটা থেকে শুরু হচ্ছে নক-আউট। প্রথম ম্য়াচেই নামছেন ডাচরা। যাঁরা এই প্রতিযোগিতায় এখনও পর্যন্ত অপরাজিত। নেদারল্যান্ডস ছাড়াও গ্রুপে একটি ম্য়াচ না হেরে নকআউটে উঠেছে আরও তিনটি দল। ইংল্য়ান্ড ও ক্রোয়েশিয়াকে বাদ দিলে চমকের নাম অবশ্য়ই মরক্কো। তবে ফুটবল পন্ডিতদের মতে, গত বিশ বছরে বিশ্ব ফুটবলে তাঁরা যে কীভাবে মেলে ধরেছে, তা এবার কাতারে এসে দেখিয়েছেন জাপানি ও কোরিয়ানরা। ২০ বছর আগে তাঁরা যৌথ উদ্যোগে বিশ্বকাপের আয়োজন করেছিল। তারপর থেকে কাতার। ধাপে ধাপে যে কোথায় নিজেদের ফুটবল শক্তিকে নিয়ে গিয়েছে, তা এবার সবাই ঠের পাচ্ছে।
গ্রুপ থেকেই বিদায় হয়েছে জামার্নির। গ্রুপের ম্য়াচে হেরেছে ফ্রান্স, পর্তুগাল, ব্রাজিল, স্পেনের মতো বড় দেশগুলি। এরমধ্যে স্পেন এবং পর্তুগালের পতন এশীয় শক্তির হাতে। জাপান হচ্ছে এই বিশ্বকাপের একমাত্র দল যারা দুই প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নকেই হারিয়েছে। নক-আউটে তাদের প্রতিপক্ষ গতবারের রানার্স ক্রোয়েশিয়া। এশিয়ার আর এক দল দক্ষিণ কোরিয়ার সামনে ব্রাজিল।
তবে কাতার বিশ্বকাপে এখনও পর্যন্ত যা গোল হয়েছে। তার মধ্যে গোল বাতিলও রয়েছে। পরিসংখ্য়ানে দাবি করা হয়েছে, এখনও পর্যন্ত ১৭টি গোল বাতিল করা হয়েছে। আর এই সবই ভারের সৌজন্যে। সেগুলি ঠিক না ভুল, তা হয়তো বিশ্বকাপ শেষ হলেই বোঝা যাবে।