বিশ্বকাপে তাঁরা সবসময় ফেভারিট। ঘানাকে হারিয়ে কাতার অভিযান শুরুর পরেই হুঁশিয়ারি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। প্রথম ম্য়াচেই গোল পেয়েছেন সিআর সেভেন। দেশ জিতেছে তিন-দুই গোলে। একটা জয়ই এখন চনমনে করে দিয়েছে গোটা পর্তুগাল দলকে। সোমবার সামনে উরুগুয়ে। লুইস সুয়ারেজ বনাম ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এই ম্য়াচ দেখার জন্য এখন থেকেই তাল ঠুকছে কাতার। আর আগে রোনান্ডোর হুঁশিয়ারি, এক ম্যাচ হাতে রেখেই তাঁরা নক-আউটে উঠবেন।
বিশ্বকাপ শুরুর আগে থেকেই খবরে রয়েছে ক্রিশ্চিয়ানো। মাঠ ও মাঠের বাইরে তাঁকে ঘিরে সবসময় চলছে জল্পনা। এক পর্তুগিজ দৈনিককে রোনাল্ডো জানিয়েছেন, তাঁকে ঘিরে সবসময় আলোচনা চলে। তারমধ্য়েই তিনি নিজের সেরাটা উজার করে নেন। ঘানা ম্য়াচের পর দলকে নিয়ে গিয়েছিলেন ডিনারে। অন্তর্বাসের মধ্যে থেকে বার করা চুইংগামের ছবি ইতিমধ্য়েই ভাইরাল হয়েছে। তাতেও উরুগুয়ে ম্য়াচের আগে রোনাল্ডোর অধ্য়াবসাকে টলানো যায়নি।
ঘানাকে হারিয়ে গ্রুপ শীর্ষে রয়েছে পতুর্গাল। সিআর সেভেনের টার্গেট একটাই সোমবার ম্য়াচ জিতে শেষ ষোলো নিশ্চিত করা। তাই ব্রুনো-বার্নাডদের অনুশীলন থেকেই তাতাচ্ছেন তিনি।