অপেক্ষা আর কয়েক ঘণ্টার। তারপরেই বল গড়াতে চলেছে ভারতের সবচেয়ে বড় ফুটবল লিগ ইন্ডিয়ান সুপার লিগের। প্রথম ম্যাচে মাঠে নামছে গতবারের লিগ-শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়েন্ট। প্রতিপক্ষ গতবারের আইএসএল চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি। সবুজ-মেরুন যখন মাঠে নামার প্রস্তুতিতে ব্যস্ত, তখন পড়শি ইস্টবেঙ্গল ছুটছে আদালতে। নির্বাসিত লাল-হলুদ ফুটবলার আনোয়ার আলির জন্য এবার আদালতে যাচ্ছেন ইস্টবেঙ্গল কর্তারা। বেঙ্গালুরু যাওয়ার আগেই অবশ্য ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাত স্বীকার করেছেন, আনোয়ারের না থাকা তাঁর দলের কাছে ধাক্কা।
বদলা নন, বদল চান মোহনবাগান সুপার জায়েন্টের কোচ হোসে মলিনা। গত মরশুমে এই যুবভারতীতে মুম্বইয়ের এই দলের বিরুদ্ধে ডবল করতে পারেনি অ্যান্তোনিও হাবাসের মোহনবাগান। তাই প্রথম ম্যাচের আগে বাগান কোচ জানিয়েছেন, নতুন মরশুমে নতুন করে শুরু করার পালা। কারণ এবার পরিস্থিতি বেশ আলাদা। অনেক নতুন ফুটবলার এসেছেন। তিনিও এবার নতুন বলে জানিয়েছেন বাগানের স্প্যানিশ কোচ।
আইএসএলের আগে ডুরান্ডে দলের মহড়া হয়ে গিয়েছে বলেই জানান মলিনা। ট্রফি জিততে না পারলেও, দলের পারফরম্যান্সে হতাশ নন তিনি। মলিনা জানিয়েছেন, ডুরান্ড কাপ তাঁরা ভুলে গিয়েছেন। এখন যাবতীয় নজর আইএসএলের উপরেই। গত কয়েক মরশুমে মোহনবাগান বনাম মুম্বই ম্যাচ অন্য মাত্রা পেয়েছে। এবারও দু দলেই রয়েছেন ঢালাও তারকা। আর এই পরিস্থিতিতে তাল ঠুকছে যুবভারতী। শুক্রবার যেখানে কিক-অফ হবে এই মরশুমে ইন্ডিয়ান সুপার লিগের।