সাম্বা ড্য়ান্স। ব্রাজিলের সংস্কৃতির সঙ্গে জড়িয়ে এই নাম। কিন্তু এবার সাম্বা নয়। নেইমার-রিচার্লিসনদের নাচের নাম পিজিয়ন ড্যান্স। যা নিয়ে সম্প্রতি বেশ বিতর্ক দানা বেঁধেছে। ম্যাচের ৪৮ ঘণ্টা আগেও চর্চায় দক্ষিণ কোরিয়া ম্যাচে ব্রাজিল ফুটবলারদের পিজিয়ন ড্যান্স।
একটি ভিডিয়ো প্রকাশ্যে এনেছে ব্রাজিল টিম। সেই ভিডিয়োতে দেখা গিয়েছে, দক্ষিণ কোরিয়াকে হারানোর পর কীভাবে সেলিব্রেশন করছে টিম। এই নাচের জনক কিন্তু ব্রাজিল টিমের রিচার্লিসন। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে ফের নাচ নিয়ে প্রশ্ন শুনে ক্ষুব্ধ ব্রাজিলের কোচ তিতে। তিনি সাফ জানিয়ে দেন, কে কী ভাবল, তাতে কোনও যায় আসে না। ব্রাজিলের সংস্কৃতিকে শ্রদ্ধা করেন তিনি। এভাবেই বাঁচেন ব্রাজিলিয়ানরা।
আরও পড়ুন: নায়ক বুমো, জামশেদপুরকে ১-০ গোলে হারিয়ে তিন নম্বরে এটিকে-মোহনবাগান
কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে নামছে ব্রাজিল। এই ম্যাচে জিতলেই শেষ চারে চলে যাবেন নেইমাররা। ক্রোয়েশিয়ার রক্ষণ ও শুটআউটে নিয়ে যাওয়া নিয়ে চিন্তিত কোচ। তিনি জানান, গত ম্যাচের পারফরম্য়ান্সই ধরে রাখতে চায় টিম।