রবিবার ইন্ডিয়ান সুপার লিগে অন্যতম বড় ম্যাচ। ঘরের মাঠে আজ বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে মাঠে নামবে এটিকে-মোহনবাগান। পয়েন্ট তালিকায় সবুজ-মেরুনের পয়েন্ট ১৫ ম্যাচে ২৭ পয়েন্ট। অন্যদিকে এক ম্যাচ বেশি খেলে সুনীল ছেত্রীদের পয়েন্ট ২২। গত ম্যাচ জিতেই প্লে-অফ নিশ্চিত করেছেন জুয়ান ফেরেন্দোর ছেলেরা। এবার তাঁদের সামনে তিন নন্বরে উঠে আসাই লক্ষ্য। তবে মাঠে নামার আগে দলের ফুটবলারদের সতর্ক করে দিচ্ছেন ফেরেন্দো। তিনি জানিয়েছেন, রোজই বেঙ্গালুরুর পারফরম্যান্স ভাল হচ্ছে। তাই ঘরের মাঠে তাঁদের সতর্কই খেলতে হবে। কারণ, সুনীল-কৃষ্ণ জোড়া ফলা ম্যাচের রং বদলে দিতে পারে।
এই মাঠেই ওড়িশাকে হারিয়ে আইএসএলের প্লে-অফ কার্যত নিশ্চিত করেছে এটিকে-মোহনবাগান। গত ম্যাচে গোল করে কোচকে আস্থা দিয়েছেন দিমিত্রি পেত্রাতোস। বেঙ্গালুরুর বিরুদ্ধে মাঠে নামার আগে বাগান কোচের ইঙ্গিত, ওড়িশা ম্যাচের প্রথম একাদশই হয়তো বেঙ্গালুরুর বিরুদ্ধে মাঠে নামতে পারে। কারণ, টুর্নামেন্টের শেষ পর্বে এসে সুবজ-মেরুনের চোটের বহর অনেকটাই কম। তাই অনেক ফুটবলারকে দেখে নেওয়া সুযোগ আছে ফেরেন্দোর হাতে।
উল্টোদিকে, যুবভারতীতে অনেকের নজর থাকবে রয় কৃষ্ণার দিকে। গত কয়েক মরশুম সবুজ-মেরুন জার্সিতে এই মাঠে ফুল ফুটিয়েছিলেন তিনি। এবার জার্সি বদলে বেঙ্গালুরুতে। কিন্তু ফর্মের চূড়ায় নেই। কখনও গোল পাচ্ছেন, আবার পাচ্ছেন না। প্রায় একই অবস্থা সুনীল ছেত্রীরও।