আজ ছুটি। বিশ্বকাপে আর্জেন্টিনাকে দুই-এক গোলে হারানো খুশিতে বুধবার সৌদি আরবে জাতীয় ছুটি ঘোষণা করা হল। শুধু ছুটি নয়, যে ফুটবলাররা এই ম্য়াচে খেলছেন, তাঁদের জন্য ঢালাও ইনাম ঘোষণা করেছেন সৌদির রাজা সলমন। শোনা যাচ্ছে প্রতিটি ফুটবলার পেতে চলেছেন গাড়ি থেকে সোনার ঘড়ি। সংবাদসংস্থা এএফপির খবর, মঙ্গলবার ম্য়াচের শেষেই এই ঘোষণা করা হয়। এদিকে রিয়াধ থেকে আম্মান, মেসিদের হারানোর পর বাঁধন ভাঙা উল্লাস। দুপুর থেকে শুরু হওয়া এই উল্লাস শেষ হয়েছে রাত পেরিয়ে।
মঙ্গলবার আর্জেন্টিনা ম্য়াচে সৌদি আরবের হয়ে গোল করেছেন আলশেহরি ও আলদাওশারি। তবে ম্য়াচের নায়ক অবশ্যই সৌদি গোলকিপার আলওয়েশি। কাতারের মাটিতে এই জয় আসতেই, মঙ্গলবার রাজার কাছে জাতীয় ছুটির প্রস্তাব দেন যুবরাজ মহম্মদ বিন সলমন। সেই প্রস্তাব মঞ্জুরও করা হয়। সেইমতো আজ সৌদি আরবের সব সরকারি ও বেসরকারি দফতর বন্ধ থাকবে। বন্ধ থাকবে স্কুল, কলেজও।
মেসিদের হারানোর পর ইনাম হিসাবে কী থাকছে ফুটবলারদের জন্য ? জানা গিয়েছে রাজার তরফ থেকে ফুটবলারদের উপহার দেবেন যুবরাজ। তাতে সোনা যাচ্ছে একটি করে সোনার ঘড়ি আর নাকি রোলস রয়েস পেতে পারেন এই ম্য়াচে খেলা ফুটবলাররা।