আইএসএলের বল গড়ানোর আগে ফের চমক দিল মোহনবাগান সুপার জায়েন্ট। ডিফেন্সে শক্তি বাড়াতে এবার সই করানো হল অস্ট্রেলিয়া লিগের ডিফেন্ডার টম অলড্রেডকে। গত মরশুমে ৩৩ বছরের এই ফুটবলার দূর্গ আগলেছেন ব্রিসবেন রোরের হয়ে। ওই দলের অধিনায়ক ছিলেন তিনি।
ইংল্যান্ডে জন্ম এই ফুটবলারের। খেলছেন স্কটল্যান্ড যুব দলের হয়ে। ২০১৯ থেকে শেষ মরশুম পর্যন্ত এই ফুটবলার খেলেছেন এ লিগের ক্লাব ব্রিসবেনের ক্লাবের হয়ে। ব্রিসবেনের হয়ে চার মরশুম খেলে বেশ কিছু গোল রয়েছে টমের।
ভারতের আসার আগে সবুজ-মেরুন আবেগ সম্পর্কে তিনি ওয়াকিবহাল বলেই জানিয়েছেন এই ফুটবলার। এই মরশুম শুরুর আগে দুই ডিফেন্ডার ব্র্যান্ডন হ্যামিল এবং হেক্টর উস্তেকে। ছেড়ে দেওয়া হয়েছে জনি কাউকোকে। এই পরিস্থিতিতে আরও এক সেরা ডিফেন্ডারকে তুলে নিল মলিনার মোহনবাগান।