ভারতীয় ফুটবল দলের কোচ কে হবেন ? ইগর স্টিমাচের পরিবর্ত হিসেবে কাকে বেছে নেবে এইএফএফ ? এখনও কারও নাম চূড়ান্ত হয়নি । ভারতীয় ফুটবল ফেডারশেনের তরফে নতুন কোচের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছে । অনেকে আবেদনও জমা দিয়েছেন । সেই তালিকায় নাকি নাম রয়েছে ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচ ট্রেভর জেমস মর্গ্যানের । সূত্রের খবর, ভারতীয় দলের কোচ হওয়ার জন্য আবেদন করেছেন তিনিও ।
ট্রেভর মর্গ্যানের আমলেই ফেড কাপ জিতেছিল ইস্টবেঙ্গল। পরে কেরালা ব্লাস্টার্সে যোগ দেন । এছাড়া, ভূটান জাতীয় দল, অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব ২০ দলকে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর । সূত্রের খবর, ভারতে ফিরতে চান মর্গ্যান । চেনা দেশে কোচিং করাতে চান তিনি ।
ভারতীয় দলের কোচ ছিলেন ইগর স্টিমাচ । কিন্তু, তাঁর প্রশিক্ষণে বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বে ব্যর্থ হয়েছে ভারতীয় দল । তারপরই স্টিমাচকে ছাঁটাই করেছে ভারতীয় ফুটবল ফেডারেশন । এখন তাঁর পরিবর্তে ভারতীয় দলের কোচ হিসেবে মর্গ্যান জায়গা করে নিতে পারেন কি না, তা সময়েই জানা যাবে ।