ইংলিশ প্রিমিয়ার লিগে ফের জয়ে ফিরল ম্যানচেস্টার ইউনাইটেড। জয় পেল আর এক ম্যানচেস্টারও। লিগের ম্যাচে শেফিল্ড ইউনাইটেডকে ৪-২ গোলে হারাল ম্যান ইউ। ম্যাচে জোড়া গোল ব্রুনো ফর্নান্ডেজের। অন্যম্যাচে ব্রাইটনকে ৪-০ গোলে উড়িয়ে দিল ম্যান সিটি। দুটি গোল ফিল ফোডেনের। তবে এভার্টনের কাছে হেরে গেল লিভারপুল। ফলে ধাক্কা খেল তাদের লিগ জয়ের আশা।
অ্যাওয়ে ম্যাচে ৩৫ মিনিটে শেফিল্ডকে এগিয়ে দেন জেডেন ইয়ান। ঘরের মাঠে ৪২ মিনিটে সমতা ফেরান হ্যারি ম্যাগুয়ের। দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার চার মিনিটের মধ্যে ২-১ এগিয়ে যায় শেফিল্ড। ৬১ মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরান ব্রুনো। ৮১ মিনিটে ফের গোল করেন তিনি। ৮৫ মিনিটে ব্রুনোর পাস থেকেই ৪-২ করেন র্যাসমাস হোয়লান্ড। এই জয়ের ফলে ষষ্ঠ স্থানে উঠল ম্যান ইউ।
ব্রাইটনের বিরুদ্ধে ম্যাচের শুরু থেকেই ভয়ঙ্কর ছিল ম্যান সিটি। ১৭ মিনিটে ১-০ করেন কেভিন দ্য ব্রুইন। ফোডেন ২-০ করেন ম্যাচের ২৬ মিনিটে। তিনি নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন ৩৪ মিনিটে। ৩-০ গোলে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে রণকৌশল বদলাননি পেপ গুয়ার্দিওলা। ৬২ মিনিটে ম্যান সিটিকে ৪-০ এগিয়ে দেন ইউলিয়ান আলভারেস। এই জয়ের ফলে দ্বিতীয় স্থানে উঠে এল ম্যান সিটি। ৩৪ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানে রয়েছে আর্সেনাল।