চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ড্র ঘোষণা করল উয়েফা। ম্যাঞ্চেস্টার সিটি, পিএসজি সহজ প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবে। তবে লা লিগার অ্যাটলেটিকো মাদ্রিদ ও বার্সেলোনা কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবে।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটি কোপেনহাগেনের বিরুদ্ধে খেলবে। আর্সেনাল খেলবে পোর্তোর বিরুদ্ধে। বায়ার্ন মিউনিখ মুখোমুখি হবে ইতালির ক্লাব লাজিও-এর। এই পর্বে বার্সেলোনার মুখোমুখি নাপোলি। ইন্টার মিলানের বিরুদ্ধে খেলবে অ্যাটলেটিকো মাদ্রিদ।
এদিকে ২০২৫ সাল থেকে ক্লাব বিশ্বকাপ নতুন করে করার ঘোষণা করেছে ফিফা। ফিফার কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, চার বছর অন্তর হবে এই টুর্নামেন্ট। আমেরিকায় প্রথম ক্লাব বিশ্বকাপ আয়োজিত হবে। ২০২৫ সালে ১৫ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত টুর্নামেন্ট।